তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, এই দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকলের সম্মিলিত রক্তের স্রোতে অর্জিত হয়েছে। আমাদের লক্ষ্য ছিল একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্য ব্যস্ত ছিল বিএনপি।
গতকালি শনিবার সন্ধ্যায় উপজেলার শিলক গৌরাঙ্গ মন্দির ও সেবাশ্রমের উদ্যোগে মহোৎসবে (ধর্মীয় মহাসম্মেলন, গুণীজন সংবর্ধনা, স্মৃতিচারণ এবং সমাজসেবা) তিনি ভার্চুুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। মহোৎসব উদযাপন কমিটির সভাপতি লাবলু দাশের সভাপতিত্বে ও সহসভাপতি প্রণব কুমার দের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিপিসির জোনাল ম্যানেজার মণি লাল দাশ, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়েশা আক্তার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবাইদুল ইসলাম, পুজা পরিষদ নেতা দীপেন সাহা, রঘুনাথ মজুমদার, রাঙ্গুনিয়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শেখর বিশ্বাস প্রমুখ।
মন্ত্রী আরো বলেন, আমাদের রাঙ্গুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় কাজ করেছে। আমার গ্রাম সুখবিলাস সেখানে কিন্তু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে রয়েছে। আমাদের গ্রামে মগ আছে, মারমা আছে। আমরা সবাই মিলেমিশে একাকার পুরো রাঙ্গুনিয়া জুড়ে। আমাদের রাঙ্গুনিয়ায় যে শান্তি শৃঙ্খলা বিরাজ করছে তা যাতে কেউ নষ্ট করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।












