চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, এটা পরীক্ষিত সত্য। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের পরিচালনায় একটি অংশগ্রহণমূলক নির্বাচন। এর কোনো বিকল্প নেই।
গতকাল বৃহস্পতিবার বিকালে আন্দরকিল্লা কদম মোবারকস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আন্দরকিল্লা ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পৌষ মাসের শীতের তীব্রতায় গোটা দেশের মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। অসহায় ও গরীব মানুষের অবস্থা খুবই করুণ। তাই শীতার্ত মানুষের কল্যাণে বিএনপি নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
আন্দরকিল্লা ওয়ার্ড যুবদল নেতা মঈনুদ্দীন খান রাজিবের সভাপতিত্বে ও মো. আলাউদ্দীনের সঞ্চালনায় এ সময় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন মো. জসিম উদ্দিন, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, সি. যুগ্ম সম্পাদক ওসমান গনি, দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সহ সভাপতি জামাল উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।