ভারতের বিপক্ষে শেষ টেস্টে এক ভক্ত দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে জড়িয়ে ধরেছিলেন।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর একটি ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আউটলেট উদ্বোধন অনুষ্ঠানেও ঘটে এমন ঘটনা।
সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের লালখান বাজার এলাকায় একটি শপিং মলে ওই ব্র্যান্ডের আউটলেটের উদ্বোধন অনুষ্ঠানে সাকিবকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন এক ভক্ত।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শপিং মলের সামনে অস্থায়ী মঞ্চে উপস্থিত হন সাকিব। মঞ্চে ওঠার ১০ মিনিটের মাথায় এক ভক্ত হঠাৎ মঞ্চে উঠে সাকিবকে জড়িয়ে ধরেন। এসময় সাকিবের নিরপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সরিয়ে নিয়ে যান।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শীও একই ধরনের ঘটনার বর্ণনা দেন।
সাকিবের অনুষ্ঠানে দায়িত্ব পালন করা খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক বলেন, “ভক্তরা সাকিবের সঙ্গে ছবি তোলার জন্য চেষ্টা করছিল। প্রচণ্ড ভিড়ের মধ্যে একজন হঠাৎ মঞ্চে উঠে সাকিবকে জড়িয়ে ধরে। পরে তাকে তৎক্ষণাৎ সরিয়ে নেওয়া হয়।”
এসময় সাকিবের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
এর আগে রাজধানী ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এই ঘটনা ঘটে।
ম্যাচের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংসের ৬৮তম ওভারে গ্যালারির কাঁটাতারের প্রাচীর টপকে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত।
এছাড়া পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন মাঠে ঢুকে মুস্তাফিজুর রহমানের পায়ে চুমু খান আরেক ভক্ত।












