চট্টগ্রাম রেল স্টেশন চত্বরে আজ ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সংবর্ধনা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৫ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আজ ট্রেনযোগে চট্টগ্রাম আসছেন। সকাল ৭টায় ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে সোনার বাংলা ট্রেন যোগে দুপুর ১২টায় চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছবেন। পুরাতন রেল স্টেশন চত্বরে বেলা ১২টায় তাকে দক্ষিণ, উত্তর ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হবে।

গত ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর বিকালে কাউন্সিল অধিবেশনে পূর্ণাঙ্গ কমিটিতে দ্বিতীয়বারের মতো ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে দপ্তর সম্পাদক করা হয়। এই ব্যাপারে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, নতুন কমিটিতে দপ্তর সম্পাদকের পদ পাওয়ার পর আজ প্রথমবারের মতো ট্রেন যোগে তিনি চট্টগ্রাম আসছেন।

এসময় দক্ষিণ, উত্তর ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে রেল স্টেশন চত্বরে সংবর্ধনা দেয়া হবে। রেল স্টেশনে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সংবর্ধনায় দক্ষিণ জেলা, উত্তর জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘের তিন সংস্থার ভাইস প্রেসিডেন্ট হলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধওজনে কারচুপি, দুই ফিলিং স্টেশনকে লাখ টাকা দণ্ড