পলোগ্রাউন্ড মাঠে ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মমহোৎসব আজ শুরু

| বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৫তম জন্মমহোৎসব সৎসঙ্গ চট্টগ্রাম বিভাগ আয়োজিত দু’দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ ১২ ও ১৩ জানুয়ারী (বৃহস্পতি ও শুক্রবার) পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে।

বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে-সমবেত বিনতী প্রার্থনা, ঠাকুর প্রবর্তিত ছড়াগান, ভক্তিগীতি ও নৃত্য প্রতিযোগিতা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মাতৃসম্মেলন, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথিসহ ওপার বাংলার সংগীত গুরুপন্ডিত বলরাম দাশ সঙ্গীতে ও আলোচনায় ভারতের কবি ও সাহিত্যিক ডা. রাজেশ চৌধুরী বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উৎসব উদ্‌যাপন পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধনজীর ভান্ডার ওরশ কাল