সিএমপি ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের শীতবস্ত্র বিতরণ

| বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশ ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রামের যৌথ উদ্যোগে গতকাল বুধবার মোহরাস্থ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে শীত বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ কমিশনার, পাচঁলাইশ জোন বিল্লাল হোসেন। সভাপতিত্ব করেন, এ কে খান এন্ড কোম্পানীর পরিচালক এ কে সামসুদ্দীন খান।

বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলামের কোষাধ্যক্ষ মোরশেদুল আলম কাদেরী। উপস্থিত ছিলেন মতিলাল দেওয়ানজী, ইঞ্জিনিয়ার মো. সহিদ সরোয়ার খান, ইঞ্জিনিয়ার মো. হারুনুর রশিদ, আইয়ুব আলী চৌধুরী, হাজী আবু তাহের, মো. সেলিম নাসের, মো. অবদুল কাইয়ূম, ইঞ্জিনিয়ার মো. সোহেল।

প্রধান অতিথি এই ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করায় সিএমপি’র পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতি এ কে সামসুদ্দীন খান এধরনের আরো উদ্যোগ গ্রহণ করা হলে এ কে খান এন্ড কোম্পানী থেকে সহযোগিতার আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলেগুনায় তল্লাশি ৭৬০০ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিনিয়োগের ধাপ হ্রাস ও সহজ করার ওপর গুরুত্ব