সীমান্তে পুলিশের ওপর চোরাকারবারিদের হামলা

৭ গরু ও হাতকড়া পরা দুই আসামি ছিনতাই

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

মিয়ানমার-নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৬ পিলারের নিকটবর্তী জারুলিয়াছড়িতে বার্মিজ ৭ গরু কেড়ে নিতে গিয়ে পুলিশের উপর হামলা করেছে চোরাকারবারিরা। এসময় একজন এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হন। এসময় হাতকড়া পরিহিত ২ আসামিকেও ছিনিয়ে নেয় চোরাকারবারিরা। গতকাল বুধবার ভোরে সদর ইউনিয়নের কম্বনিয়ার জারুলিয়াছড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সীমান্তের ৪৬ নম্বর পিলার হয়ে চোরাইপথে গবাদিপশু পাচার রোধে অভিযানে নামে পুলিশ। অভিযানকালে নুর মোহাম্মদ (২৯) ও আবুল মনসুর (২৮) নামে চোরাকারবারির দুই সোর্সকে আটক করা হয়। অভিযানের এক পর্যায়ে পুলিশ জারুলিয়াছড়ি গ্রামের লালু সওদাগরের বাড়ি অদূরে গেলে ১০টি বার্মিজ গরু নিয়ে একদল চোরাকারবারির সামনে পড়ে। তখন পুলিশের উপর হামলা চালায় সংঘবদ্ধ চক্র।

সংঘর্ষের এক পর্যায়ে হাতকড়া পরা ২ আসামি ও ৭টি গরু কেড়ে নিয়ে চম্পট দেয় কারবারিরা। কয়েকজন নারীসহ চক্রের সদস্য সংখ্যা আনুমানিক ৫০ জন। ঘটনার পাঁচঘণ্টা পর স্থানীয় আলি হোসেন মেম্বার ছিনতাই হওয়া হাতকড়া দুটি উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার ব্যাপারে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা দৈনিক আজাদীকে বলেন, তিনি ঘটনার বিষয়ে জেনেছেন। এ ঘটনায় গডফাদার কারা, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

বান্দরবান সার্কেলের এএসপি আনোয়ার হোসেন জানান, ঘটনায় জড়িতদের ছাড় নেই। পুলিশ যাচাই-বাছাই করে প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আনবে। মামলার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধনগরে বইমেলা শুরু ৮ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধগণ্ডামারায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিক্রয় প্রতিনিধির মৃত্যু