ফা‌র্মে‌সি‌তে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় জরিমানা, জ‌মির টপ স‌য়েল কাটায় স্ক্যাভেটর জব্দ

বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালত

বাঁশখালী প্রতি‌নি‌ধি | বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৯:৩২ অপরাহ্ণ

বাঁশখালী‌র বৈলছ‌ড়ি‌তে ফা‌র্মে‌সি‌তে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। অপর‌দি‌কে, জ‌মির টপ স‌য়েল কাটার দা‌য়ে সরলে ২টি স্ক্যাভেটর জব্দ করা হ‌য়ে‌ছে।

আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুর থে‌কে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাঁশখালী উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসা‌নের নেতৃ‌ত্বে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

জানা যায়, অ‌বৈধভা‌বে জ‌মির টপ স‌য়েল কাটার অ‌ভি‌যোগ পে‌য়ে বুধবার দুপুর ৩টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার সরল ও বৈলছড়ি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এই সময় স্ক্যাভেটর দিয়ে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটার সময় সরল ৩নং ও ৬নং ওয়ার্ডে একটি করে স্ক্যাভেটর জব্দ করা হয়।

জব্দকৃত স্ক্যাভেটরগুলো স্থানীয় গ্রাম পুলিশ ও সাধারণ সদস্যের জিম্মায় দেওয়া হয়।

এছাড়া বৈলছড়ি বাজারে ওষুধের দোকানে অভিযান পরিচালিত হয়।

এই সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান’স স্যাম্পল বিক্রি, জীবন রক্ষাকারী ঔষধ যথাযথভাবে সংরক্ষণ না করায় ঔষধ আইন ১৯৪০ এর ২৭ ধারায় বৈলছড়ি বাজারস্থ শাহ নাসিরুদ্দিন ফার্মেসিকে ১০ হাজার টাকা ও জগন্নাথ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জ‌মির উর্বরতা রক্ষায় জ‌মির টপ স‌য়েল কাটা, বি‌ভিন্ন ফা‌র্মে‌সি‌তে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা এবং ফিজিশিয়ান’স স্যাম্পল বিক্রি, জীবন রক্ষাকারী ঔষধ যথাযথভাবে সংরক্ষণ না করায় এসব জ‌রিমানা করা হয় ব‌লে জানান বাঁশখালী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করার ক্ষমতা কারও নেই
পরবর্তী নিবন্ধমুক্তিপণ দিয়ে ফিরেছে টেকনাফের ৪ কৃষক