কক্সবাজারের টেকনাফে নাফনদীর সীমান্ত এলাকায় অজ্ঞাত দুইজনের মরদেহ ভেসে এসেছে।
আজ বুধবার (১১ জানুয়ারি) বিকাল ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা নাফ নদী এলাকায় ভাসমান মরদেহ দু’টি উদ্ধার করেছে পুলিশ।
অর্ধগলিত হওয়ায় এখনও তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারণা, ভেসে আসা মরদেহ দু’টির সঙ্গে টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের আবদুস সালাম ওরফে চাকমা ও তার শ্যালক শফি উল্লাহর মিল রয়েছে।
এ ছাড়া সম্প্রতি কোস্টগার্ড সদস্যরা নাফনদীর ছুঁয়ার দ্বীপ (খড় বা শলাকা) এলাকায় অভিযান চালিয়ে ১৪টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ ৬ জন রোহিঙ্গা সন্ত্রাসীর আটকের ঘটনায় হতাহতের মরদেহ বলেও মনে করছেন।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার নাফ নদীর তীরে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অর্ধগলিত হওয়ায় মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ দু’টি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।












