নগরীর গার্মেন্টস কর্মীদের আতঙ্ক দুর্ধর্ষ সন্ত্রাসী মো. সাইফুদ্দীন প্রকাশ ভেন্ডাইয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ছিনতাই, মাদক ও অস্ত্র মামলাসহ ১০টি মামলা রয়েছে। গত সোমবার রাত পৌনে ১১টার দিকে নগরীর ইপিজেড থানাধীন ২নং মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুদ্দীন ইপিজেড এলাকার ব্যারিস্টার কলেজ রোড ইউনুছ তৈয়বীর বাড়ির মো. ইউনুছের ছেলে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম আজাদীকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ২নং মাইলের মাথা শাহজাহানের গোয়াল ঘরের পূর্ব পার্শ্বে পরিত্যক্ত টিনের একচালা ঘরে অভিযান চালিয়ে মো. সাইফুদ্দীন ওরফে ভেন্ডাইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সন্ত্রাসী সাইফুদ্দীন বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িত এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানান এই কর্মকর্তা।