২০২২ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিশ্বের দেশ থেকে ১৯.৫৮ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের নূর উদ্দিন চৌধুরী নয়নের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, গত ১১ মাসে (জানুয়ারি–২০২২ থেকে নভেম্বর ২০২২) ১৯ হাজার ৫৮৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
এ সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে সৌদি আরব থেকে, যার পরিমাণে ৩ হাজার ৭০৯ কোটি ১০ লাখ মার্কিন ডলার। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে ইরান থেকে, যার পরিমাণ ৪ লাখ ডলার।