ছাড়পত্র না থাকায় নগরের খুলশী এয়াকুব ফিউচার পার্ক এলাকায় নির্মাণাধীন পাঁচটি বহুতল ভবন মালিককে ২৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সংস্থাটির মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস গতকাল এ জরিমানা করেন।
দণ্ডিত ভবনগুলোর মধ্যে ‘টাওয়ার ২৭’, ‘দক্ষিণায়ন’ ও ‘এম্পায়ার অ্যাপার্টমেন্ট’কে ছয় লাখ টাকা করে ১৮ লাখ টাকা, ‘এম এস হেরিটেজ’কে আট লাখ টাকা এবং আরেকটি ভবনের মালিক নজরুল ইসলাম ও কামরুল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
বিষটি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ–পরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারা আলোকে পাঁচটি বহুতল ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়। এক সপ্তাহের মধ্যে ধার্যকৃত ক্ষতিপূরণ জমা করতে হবে। অন্যথায় নিয়মিত মামলা করা হবে বলে সর্তক করা হয়েছে।