বাঁশখালীর গণ্ডামারা থেকে কোহিনূর কেমিক্যাল ল্যাবরেটরিজ লি.-এর পণ্য বিক্রির টাকা সংগ্রহ করে সদরে আসার সময় দৃষ্কৃতকারীর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে মঙ্গলবার (১০ জানুয়ারি)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর জেলার মিঠাপুকুর এলাকার বিরামপুর গ্রামের হয়রত আলীর পুত্র দুদু মিয়া (৩৮) বাঁশখালীতে কোহিনূর কেমিক্যাল ল্যাবরেটরিজ লি.-এর পণ্য বিক্রির টাকা সংগ্রহ করে গণ্ডামারা ব্রিজের পাশে আসলে দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
পরে তাকে বাঁশখালী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস শশী তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানা পুলিশ এসে মঙ্গলবার রাত ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন মঙ্গলবার রাত ১২টার সময় দৈনিক আজাদীকে বলেন, “ঘটনার পর পুলিশ অবগত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে ও ঘটনাস্থলে রয়েছে।”