টেকনাফে মুক্তিপণ দিয়ে ফিরেছে ৩ কৃষক

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ১২:১৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা লেচুয়াপ্রাং এলাকায় ক্ষেত পাহারা দিতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্ত দলের কাছে মুক্তিপণ দিয়ে ৩ জন ফিরে এলেও মুক্তিপণের দাবি মেটাতে না পারায় অপর একজন এখনো জিম্মি রয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকালের দিকে লেদা পাহাড়ি এলাকায় গিয়ে মুক্তিপণের জন্য দাবিকৃত ৬ লাখ টাকার মধ্যে ধার-কর্জ করে ৫ লাখ ৫০ হাজার টাকা দিয়ে সন্ধ্যায় রঙ্গিখালী পাহাড়ি এলাকা হতে হ্নীলা লেচুয়াপ্রাং এলাকার ছৈয়দ হোছন ওরফে গুরা মিয়ার পুত্র আব্দুর রহমান (৩৭), ফজল করিম ওরফে লাল মিয়ার পুত্র আব্দুল হাকিম (৪২) এবং রাজা মিয়ার পুত্র মুহিব উল্লাহ (১৫)কে মুক্তি পেলে তারা চুপিসারে বাড়িতে এসে পৌঁছায় বলে স্থানীয় সূত্র নিশ্চিত করে। তবে ভিকটিমের পরিবার ও জনপ্রতিনিধিদের কেউ এই বিষয়ে মুখ খুলছে না।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফের হ্নীলা ঊলুচামরী মুরুং পাড়া বাহাতির ছড়ার টিলায় চাষাবাদকৃত ফসল পাহারা দেওয়ার জন্য তৈরি ঝুপড়ি ঘর হতে বাসার মালিক স্থানীয় মৃত আবুল হোছনের পুত্র আব্দুস সালাম, প্রতিবেশী বাসার ছৈয়দ হোছন ওরফে গুরা মিয়ার পুত্র আব্দুর রহমান, ফজল করিম ওরফে লাল মিয়ার পুত্র আব্দুল হাকিম এবং রাজা মিয়ার পুত্র মুহিব উল্লাহকে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র দুর্বৃত্ত দল।

খবর পেয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করলে দুর্বৃত্ত দল ক্ষুদ্ধ হয়ে ভিকটিমদের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন চালায়। এই বিষয়ে অপহৃতদের পরিবার মুখ খুললে ভিকটিমদের প্রাণনাশের হুমকি দেওয়ায় মিডিয়ার সামনে কেউ কথা বলছে না।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল হালিমের অফিসিয়াল মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ না করায় সত্যতা নিশ্চিত করা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় একজন গুলিবিদ্ধসহ আহত ৬
পরবর্তী নিবন্ধবাঁশখালী‌তে বিক্রির টাকা সংগ্রহ করে ফেরার পথে ছু‌রিকাঘা‌তে নিহত ১