সাতকানিয়ায় পৃথকভাবে অভিযান চালিয়ে ৯ বছরের সাজাপ্রাপ্তসহ ৫ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত, এসআই মো. মাজহারুল ইসলাম সরকার, মমিন হোসেন, মো. রাজু আহমেদ ও এএসআই মো. নিজাম মিয়ার নেতৃত্বে উপজেলার মধ্যম চরতি, এওচির ছড়ার কূল ও বাজালিয়ার চিতামুড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশের দেয়া তথ্যমতে, গ্রেফতারকৃতরা হলো চরতি ইউনিয়নের মধ্যম চরতির দানু মিয়ার পুত্র ৯ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. লেয়াকত আলী (৪৬), তার ছোট ভাই ২ বছরের সাজাপ্রাপ্ত সরোয়ার কামাল (৪৪), নুর কামাল (৪২), এওচিয়া ইউনিয়নের ছড়ারকূলের মো. কচি প্রকাশ বদন আলীর পুত্র মো. আবদুল ওয়াজেদ প্রকাশ ওয়াহেদ আলী (৩২) ও বাজালয়ার চিড়ামুড়ার আবদুল মোনাফের পুত্র মো. মোক্তার হোসেন (৩০)।
সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে আজ মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।