বিশ্বতানের কৃতী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

| মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

যুক্ত করো হে সবার সঙ্গে বিশ্বতান’ শিরোনামে বিশ্বতানের কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ডা. জি এম সামসুদ্দিন কেক কেটে ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন সংগীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে সারেগামাখ্যাত শিল্পী শুভ দাশকে সংবর্ধনা দেওয়া হয়। এতে বিশেষ অতিথি ছিলেন আরিফ আহমেদ, সাবেক ছাত্রনেতা আবদুল হান্নান চৌধুরী, ওবায়দুল হক মনি, লায়ন সাইদুর রহমান মিন্টু, মাতামুহুরি টিভির পরিচালক বাহার ইকবাল, সবুজ সাহা, সমাজসেবক ফরিদুল আলম ফরিদ, প্রণব রঞ্জন চত্রক্রবর্তী, ওবায়দুল হক মনি, বিশ্বতানের প্রধান উপদেষ্টা স্নিগ্ধ্যা আচার্য্য, সভাপতি নরেণ সাহা, এমডি মৌবনী বিশ্বাস, সহসভাপতি নিবেদিতা, উপদেষ্টা তপন দাস, সচিব উৎপল শীল, সাধারণ সম্পাদক অর্পিতা আচার্য্য প্রমুখ। অনুষ্ঠানে মুক্তি পেয়েছে বিশ্বতানের থিম সং ‘নব প্রত্যয়ে এগিয়ে যাবে আমাদের বিশ্বতান’। এই গানের গীতিকার তাপস কুমার আচার্য ও সুরকার রুবেল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্পিতা আচার্য্য ও কনক বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল-হেরা আইডিয়াল মাদরাসা পাগড়ী প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধমোছলেম উদ্দিন এমপির রোগমুক্তি কামনায় আওয়ামী লীগের দোয়া মাহফিল