শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সবার এগিয়ে আসা উচিত

বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৫:২১ পূর্বাহ্ণ

রেড ক্রিসেন্ট : দরিদ্র, ভ্যানচালক, রিঙাচালক, সিকিউরিটি গার্ডসহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট। গত রবিবার মধ্যরাতে নগরীর নিউমার্কেট, কলেজরোড, লালদীঘি, বদরপতি, চন্দনপুরা, বদ্দারহাট ও মুরাদপুর এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী আলমগীর পারভেজ, এশিয়ান গ্রুপের পরিচালক ও এশিয়ান এগ্রোর উদ্যোক্তা ওয়াসিফ আহমেদ সালাম, সিটি ইউনিটের সেক্রেটারি আবদুল জব্বারসহ রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সদস্যবৃন্দ।

সাতকানিয়া ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে শিক্ষা, চিকিৎসা ও প্রয়োজনীয় খাদ্যের ব্যবস্থা করার পাশাপাশি উদ্বাস্তু গৃহহীন মানুষকে ঘর উপহার দিয়ে নজির সৃষ্টি করেছেন। তেমনি বঙ্গবন্ধু কন্যার নির্দেশে দেশের মানুষ গরম কাপড়ের অভাবে শীতে যাতে কষ্ট না পায়, সেজন্য কম্বল বিতরণ করা হচ্ছে। তিনি গতকাল (সোমবার) সাতকানিয়ার ১৭ ইউনিয়ন ও পৌরসভায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে মুঠোফোনে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সুনিল বড়ুয়া, জেলা পরিষদ সদস্য সুরাইয়া খানম লিলি, উপজেলা আ.লীগ নেতা জাফর আলম, রেজাউল করিম, ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, ওচমান আলী, রমজান আলী, তাপস কান্তি দত্ত, ..ম মাহবুবুল হক সিকদার, আবু ছালেহ, নাসির উদ্দীন টিপু, জসিম উদ্দীন, রিদুয়ানুল ইসলাম সুমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইরফানুর রহমান সুমন, সাবেক চেয়ারম্যান মনির আহমদ, শামসুল ইসলাম, কামাল উদ্দীন ও ইয়াছিন চৌধুরী জনি।

ঘাসফুল : নওগাঁ জেলার নিয়ামতপুর ইউনিয়নে ঘাসফুলের উদ্যোগে সংস্থার বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসূচির অফিস প্রাঙ্গণে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের অতিথিবৃন্দ ৫০০ জন প্রবীণ, দরিদ্র ও আদিবাসি সম্প্রদায়ের জনগোষ্ঠীর মাঝে কম্বল এবং সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সহায়তা কেন্দ্র, সাংশৈল দারুল উলুম কারিমিয়া মাদরাসা, নিয়ামতপুর হযরত আলী (রা.) হাফেজিয়া মাদরাসা, কানন হালিমাতুস ছাদিয়া মহিলা হাফেজিয়া মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ জন শিক্ষার্থীর হাতে পেট্রোলিয়াম জেলি তুলে দেন। নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম ও সাবেক ঘাসফুল সাধারণ পরিষদ সদস্য নাজনীন রহমান। উপস্থিত ছিলেন ঘাসফুলের সহকারী পরিচালক কে. এম. জি. রাব্বানী বসুনিয়া, সাইদুর রহমান খান, ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন, ধর্মজয় বর্মণ, এস. এম. কামরুল হাসান, আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার এরিয়া ম্যানেজার মো. আনোয়ার হোসেন।

বাঁশখালী আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশন : গতকাল বাঁশখালী আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক সভা আবদুল মাবুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ,,ম শাহাদাত আলম। উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা আবুল কালাম, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দীন মাহি, ইউপি সদস্য এমদাদ উল্লাহ, সাজ্জাদ শাওন, শাহাব উদ্দীন হিরু, মহিউদ্দীন, মো. ইলিয়াস, জিয়া উদ্দীন আরিফ, জসিম উদ্দীন, কফির উদ্দীন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅলংকার মোড়ের ইলিয়াছ বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় মায়া হরিণ উদ্ধার