মহাসড়ক দখল করে ইট বালুর ব্যবসা

সীতাকুণ্ডে ৫ জনকে জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৫:১৭ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সড়কের উপর স্তূপ করে ইট, বালু রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৫ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

অভিযানে উপজেলার ছোট কুমিরা বাজার এলাকায় মাহাসড়কের পাশে ইট, বালু রেখে ফুটপাতে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে রাহাত ট্রেডার্সের মালিক মো. ওসমান গনিকে ১০ হাজার টাকা, নাজমা ট্রেডার্সের মো. আবির হাসানকে ১০ হাজার, মো. সেলিমকে ১০ হাজার, সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা, ফকিরহাট এলাকার আল ফরিদ এন্টারপ্রাইজের মালিক ফরিদ উদ্দিনকে ২০ হাজার, গুল আহম্মদ জুট মিলস এলাকায় এমরান এন্টারপ্রাইজের মো. এমরানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ঢাকাচট্টগ্রাম মহাসড়কের দুই পাশে ফুটপাত দখল করে এক শ্রেণীর মানুষ ইট, বালুর ব্যবসা করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এমন অভিযোগে অভিযান চালিয়ে ৫ জনকে জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপুলিশ প্রধান চৌধুরী আল-মামুনের মেয়াদ বাড়ল দেড় বছর
পরবর্তী নিবন্ধখালাকে হত্যার দায়ে ভাগ্নের যাবজ্জীবন