রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হবে

প্রস্তুতি সভায় ডা. শাহাদাত হোসেন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

গণতন্ত্রকে মুক্ত করার আন্দোলনের অংশ হিসেবে বিএনপি গণঅবস্থান কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, সরকার বাংলাদেশ রাষ্ট্রকাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছে। তারা এখন প্রশাসন, বিচার বিভাগ, রাষ্ট্রযন্ত্র, এমনকি গণমাধ্যমকেও নিয়ন্ত্রণ করছে। জোর করে ক্ষমতায় টিকে আছে। রাষ্ট্রের মালিকানা আজ জনগণের হাতে নেই। এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হবে। আজকে দেশের মানুষ গণতন্ত্রকে মুক্ত করার জন্য আন্দোলন করছে।

গণঅবস্থান কর্মসূচি সফল করতে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গতকাল সোমবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকার থাকলে দেশে গণতন্ত্র ফিরে আসবে না। তাই ফয়সালা হবে রাজপথে। রাজপথে যখন নেমেছি, আদায় করে ছাড়বো। নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, সি. যুগ্ম আহবায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য মো. আলী, মাহবুব আলম, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, আনোয়ার হোসেন লিপু, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, বিএনপি নেতা ইদ্রিস আলী, নগর শ্রমিকদলের সভাপতি তাহের আহম্মেদ, তাঁতীদলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটু, মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল হক, ওলামা দলের আহ্বায়ক মাওলানা শহীদুল্লাহ চিশতী।

পূর্ববর্তী নিবন্ধটানা তৃতীয় জয় তুলে নিল সিলেট স্ট্রাইকার্স
পরবর্তী নিবন্ধআইআইইউসির পাবলিকেশন এন্ড এডভারটাইজম্যান্ট কমিটির সভা