শেখ কামাল যুব গেমসের উপজেলা পর্যায় তায়কোয়ানডো ও কারাতে প্রতিযোগিতা শুরু

| মঙ্গলবার , ১০ জানুয়ারি, ২০২৩ at ৫:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসসের উপজেলা পর্যায়ের তায়কোয়ানডো ও কারাতে প্রতিযোগিতা (তরুণ ও তরুণী) গতকাল সকালে এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমনেসিয়ামে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক ও তায়কোয়ানডো কমিটির চেয়ারম্যান মো: মশিউর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহসভাপতি ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস আন্ত:উপজেলা চট্টগ্রাম পর্বের কোঅর্ডিনেটর মো: হাফিজুর রহমান, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস কাউন্সিলর মো: লুৎফুল করিম সোহেল, সিজেকেএস তায়কোয়ানডো কমিটির যুগ্ম সম্পাদক আমির হোসেন সোহাগ ও আবদুল্লাহআলনোমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

এদিকে কারাতে ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস কারাতে কমিটির চেয়ারম্যান মোঃ শাহাজাদা আলম। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহসভাপতি ও শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এর আন্ত:উপজেলা চট্টগ্রাম পর্বের কোঅর্ডিনেটর মো: হাফিজুর রহমান, সিজেকেএস কারাতে কমিটির ভাইস চেয়ারম্যান কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, রতন তালুকদার, সদস্য আবুল বশর রনি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধমাশরাফিকে বোর্ডে আসার প্রস্তাব দিয়েছেন পাপন
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা করছেন সালাউদ্দিন