যুবলীগের যুগ্ম সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, আমাদের সকলের উচিত ধর্মীয় অনুশাসন মেনে চলা। প্রতিটি ধর্মের মর্ম বাণী পরস্পর হিংসা– বিদ্বেষ, হানাহানি, মারামারি থেকে দূরে থাকা। ধর্ম মানুষকে মুক্তির পথ দেখায়, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। অন্যায়, অবিচার ও অসামাজিক কর্মকান্ড থেকে দূরে থাকার শিক্ষা দেয়। সবাই যার যার ধর্ম মত চললে সমাজ, জাতি ও দেশের অনেক উন্নতি হবে। গত শনিবার পটিয়ায় ৩ দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানের প্রথমদিন প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম এ কথা বলেন।
পটিয়া পৌরসভার সুচক্রদন্ডী মিলন মন্দির সমিতির সভাপতি হরিপদ দের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভা ও মহা নামযজ্ঞের ধর্ম সভায় উদ্বোধক ছিলেন জগন্নাথ ধাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস, প্রধান ধর্মীয় আলোচক ছিলেন বিশিষ্ট ধর্ম তত্ত্ববিদ অধ্যাপক বাবুল চন্দ্র দে, বিশেষ বক্তা ছিলেন রূপম চক্রবর্তী, পটিয়া পৌরসভার প্যানেল মেয়র ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, সুচক্রদন্ডী মিলন মন্দির সমিতির সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।