গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ বলেছেন, এবারের ইজতেমা হবে স্মরণকালের মুসল্লিদের আমল ও ঈমানী তরবারিয়তের জমায়েত। বাংলাদেশের সর্বস্তরের মুসলমানদেরকে ইজতেমায় অংশগ্রহণ করার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বনামধন্য উলামায়েকেরামগন এখানে বয়ান করবেন এবং প্রশিক্ষিত মোয়াল্লেমগণ মুসল্লিদেরকে হাতে কলমে বিভিন্ন মাসয়ালা মাসায়েল শিক্ষা দিবে। শহর থেকে গ্রামে দাওয়াতে খায়েরের কার্যক্রমকে ছড়িয়ে দিতে এই ইজতেমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আগামী ১৩ জানুয়ারি চন্দনাইশ ঐতিহাসিক গাছবাড়িয়া কলেজ মাঠে অনুষ্টিতব্য দিনব্যাপী দাওয়াতে খায়ের ইজতেমা সফল করার লক্ষ্যে গতকার রবিবার চূড়ান্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে পেয়ার মোহাম্মদ উপরোক্ত কথাগুলো বলেন। কেন্দ্রীয় দাওয়াতে খায়ের বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে নগরীর আনজুমান রিসার্চ সেন্টারে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান আনওয়ারুল হক, ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ, মহাসচিব শাহজাদা ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, যুগ্ম মহাসচিব মাহবুবল হক খান। মাওলানা দস্তগীর আলমের সঞ্চালনায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ইজতেমা প্রস্তুতি কমিটির সদস্য সচিব হাবিবুল্লা মাস্টার, জমির উদ্দিন মাস্টার, মোহাম্মদ মোজাফফর, এরশাদ খতিবি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।