কোয়ালিটি অনূর্ধ্ব-১১ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

| সোমবার , ৯ জানুয়ারি, ২০২৩ at ৪:৪২ পূর্বাহ্ণ

কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত অনুর্ধ্ব১১ টি২০ ক্রিকেট টুর্নামেন্ট গতকাল কোয়ালিটি স্টেডিয়ামে শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাজেরা তজু ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ দবির উদ্দিন খান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনছুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এর পরিচালক কামরুল হাসান। এই টুর্নামেন্টে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৩ টি একাডেমি দল অংশগ্রহন করেছে। উদ্বোধনী দিনের একমাত্র খেলায় ব্রাদার্স ক্রিকেট একাডেমি ২৬ রানে রাইজিং স্টার ক্রিকেট একাডেমিকে পরাজিত করে শুভ সূচনা করে।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা ব্রাদার্স ক্রিকেট একাডেমি ১২২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আওসাফ ১৬ বলে ২৪ রান করে। রাইজিং স্টার ক্রিকেট একাডেমির পক্ষে কায়েস ২৩ রান দিয়ে ৩টি উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে রাইজিং স্টার ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৬ রান করতে সক্ষম হয়। ব্রাদার্স ক্রিকেট একাডেমির আবির ৪ ওভার বল করে ১৪ রান দিয়ে ৩টি উইকেট লাভ করে। আর সে সুবাধে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। ম্যাচ শেষে ম্যান অব ম্যাচের পুরস্কার প্রদান করেন সাবেক কৃতী ক্রিকেটার আলি আকবর।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজাদ-জাহেদ জুটি চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধ‘টি-টোয়েন্টিতেও বড় সম্পদ হতে পারে জাকির’