বাঁশখালীর চাম্বল খেলোয়াড় সমিতি আয়োজিত চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল। ঐতিহ্যবাহী চাম্বল উচ্চ বিদ্যালয়র মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন। চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, দপ্তর সম্পাদক শ্যামল দাশ, বাঁশখালী পৌরসভার মেয়র এডভোকেট তোফাইল বিন হোছাইন, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম শাহাদত আলম, শীলকুপ ইউনিয়নের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, শেখেরখীলের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, কাথরিয়ার চেয়ারম্যান ইবনে আমিন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা নির্বাহী সদস্য দিদারুল আলম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাম্বল খেলোয়াড় সমিতির কর্মকর্তা মো. জাফর ইকবাল, ফিফা রেফারি বিটুরাজ বড়ুয়া, সাইফুল আজম, ফখরুদ্দিন মো. তারেক, চাম্বল ইউনিয়ণ পরিষদের সচিব মো. ফয়সাল আবেদীন, স্বরুপ দেবনাথ, বিনয় নাথ প্রমুখ। উদ্বোধনী খেলায় নাপোড়া শেখেরখীল ফুটবল একাদশ ১–০ গোলে এম.সি.এস. চন্দনাইশ ফুটবল একাদশকে পরাজিত করে পরের রাউন্ডে উন্নীত হয়। আগামীকাল মঙ্গলবার মাদার বাড়ি খেলোয়াড় সমিতি এবং রাঙ্গুনিয়া খেলোয়াড় কল্যাণ পরিষদ একাদশ পরষ্পরের মোকাবেলা করবে। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক প্রকাশ বড়ুয়া। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছে।