নতুন বছরের পরিকল্পনা জানাতে আসছেন মেহজাবিন

| সোমবার , ৯ জানুয়ারি, ২০২৩ at ৪:৩৮ পূর্বাহ্ণ

বিনোদন জগতের সর্বশেষ খবর দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাছরাঙা টেলিভিশনে ২০১২ সালের ৬ মে প্রচার শুরু হয়েছিল ‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠানের। আজ সোমবার এই জনপ্রিয় অনুষ্ঠানের ১৫০০ তম পর্ব প্রচারিত হবে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে দর্শক প্িরয় এ অনুষ্ঠানে। শুধু বিনোদন বিশ্বের সর্বশেষ খবরই নয়, নাটক কিংবা সিনেমার শুটিং, ইভেন্ট টাইম, নিত্যনতুন গান প্রচার, ওটিটি প্ল্যাটফর্মের সর্বশেষ খবর এবং প্রতি পর্বে একজন বিশেষ অতিথির সঙ্গে আড্ডাসব মিলিয়েই সাজানো হয় অনুষ্ঠানটি। খবর বাংলানিউজের।

তেমনই ১৫০০ তম বিশেষ পর্বে অতিথি হয়ে আসছেন ছোট পর্দার এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এ পর্বে অভিনেত্রী জানিয়েছেন ২০২৩ নিয়ে তার পরিকল্পনার কথা।

পূর্ববর্তী নিবন্ধসময়টা এখন তিশার
পরবর্তী নিবন্ধবিরতি ভেঙে রিচির ফেরা