মায়ের সাথে নানা বাড়ি যেতে না পারার অভিমানে কিশোরের আত্মহত্যা

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৯:৪৭ অপরাহ্ণ

মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে যেতে না পারার দুঃখে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মাহমুদুল সালেহীন আবির নামে ১২ বছরের এক কিশোর। আজ রবিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার বৈলতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৈলতলী ইউনিয়নের ২নং ওয়ার্ড মোস্তাফিজ মেম্বারের বাড়ি এলাকার মোহাম্মদ ইউসুফের স্ত্রী আজ রবিবার দুপুরে তার বাবার বাড়িতে বেড়াতে যান। আবির মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে যেতে না পেরে অভিমান করে ঘরের বিমের সাথে রশি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে।

স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে আসলে কর্র্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৈলতলী ইউপি চেয়ারম্যান এসএম সায়েম জানান, কিশোর আবির তার মায়ের সাথে নানা বাড়িতে দাওয়াত খেতে যেতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া আইনগত প্রক্রিয়া শেষে নিহত কিশোরের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় অটোরিকশার ধাক্কায় দোকান কর্মচারী নিহত
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে আহত ১