বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং (বিবিএলটি) প্রোগ্রামের ৩২, ৩৪ ও ৩৮ তম ব্যাচ এবং বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং জুনিয়র (বিবিএলটিজে) প্রোগ্রামের ২৮ ও ৩০ তম ব্যাচের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান গতকাল হোটেল সৈকতে অনুষ্ঠিত হয়। এই লিডারশিপ প্রোগ্রামগুলোর সহযোগিতায় ছিল দি এমব্যাসি অব দি কিংডম অব দি নেদারল্যান্ডস। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ইংরেজি, বাংলা এবং মাদরাসা মাধ্যম থেকে নির্বাচিত মোট ২১০ জন শিক্ষার্থী ১০ সপ্তাহ এবং ৫ সপ্তাহ ব্যাপী যথাক্রমে বিবিএলটি ও বিবিএলটিজে নেতৃত্ব প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে বিওয়াইএলসি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। বিবিএলটি ও বিবিএলটিজে প্রোগ্রামের শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে নেতৃত্ব চর্চার তাত্ত্বিক এবং ব্যবহারিক ধারণাগুলো অর্জনের পাশাপাশি শিক্ষার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে সমাজসেবামূলক প্রকল্প নিয়ে কাজ করে। শিক্ষার্থীরা কমিউনিটিতে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সমাজের সর্বস্তরের দশ হাজারেরও অধিক মানুষকে সেবা প্রদান করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাচ এমব্যাসি, ঢাকার ইকোনোমিক অ্যাফেয়ার্স এবং প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টের সিনিয়র এডভাইজার মন্নুজান খানম বলেন, নেতৃত্বের দক্ষতায় তরুণদের দায়িত্বশীল করে গড়ে তুলতে বিওয়াইএলসি তাদের উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করছে। এ সকল কার্যক্রম সমাজের বিভিন্ন ক্ষেত্রে তরুণদের সংযুক্ত করে নেতৃত্ব চর্চার একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যা সত্যিই প্রশংসনীয়। বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা ও সভাপতি ইজাজ আহমেদ বলেন, দেশ এবং সমাজকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আমাদের আত্মকেন্দ্রিকার ঊর্ধ্বে উঠতে হবে।
বিওয়াইএলসির নির্বাহী পরিচালক তাহসিনা আহমেদ বলেন, নিয়োগকর্তাদের মতে দেশে দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে। বাংলাদেশের এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্যে গত চৌদ্দ বছর বিওয়াইএলসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে যার সুফল ইতিমধ্যে পরিলক্ষিত। প্রেস বিজ্ঞপ্তি।