১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর পঞ্চায়েত সালিসি কমিটির উপদেষ্টা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. ইসমাইল স্মরণে এক সভা আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ চৌধুরীর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। সালিশি পঞ্চায়েত কমিটির সদস্য আবু সুফিয়ানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. নুরুদ্দিন, যুগ্ম আহবায়ক মো. ইকবাল চৌধুরী, মাস্টার মো. কামাল উদ্দিন, মো. হারুন উর রশীদ (এম.এ), মীর কাসেম দুলাল, তাজুল ইসলাম চৌধুরী তাজু, সুভাষ দাস, শিবলু বিশ্বাস শিপু, মো. লোকমান, মোসলেহ উদ্দিন বাবলু, মো. এসকান্দর মিয়া ঝন্টু, মো. রিজুয়ান লাভলু, হাসান মুরাদ মাসুম, রোকন উদ্দিন চৌধুরী প্রমুখ। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।