অবশেষে প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন কেভিন ম্যাককার্থি

| রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৪৩ পূর্বাহ্ণ

 

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচনের ভোটে টানা ১৪ বার ব্যর্থ হওয়ার পর ১৫ বারে সফল হলেন রিপাবলিকান কেভিন ম্যাককার্থি, তিনি পরিষদের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন। শনিবারের প্রথম কয়েক ঘণ্টায় হওয়া নির্বাচনে ২১৬ ভোট পেয়ে জয়ী হন ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি। তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী হাকিম জেফরিস পেয়েছেন ২১২ ভোট। তবে নিজ দলের কট্টরপন্থিদের বাধা এড়াতে ম্যাককার্থিকে (৫৭) ব্যাপক ছাড় দিতে হয়েছে আর তাতে দলটির শাসন করার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর বিডিনিউজের।

ম্যাককার্থির জয়ে মার্কিন কংগ্রেসে কয়েকদিন ধরে চলা অচলাবস্থার অবসান ঘটল। গত ১৬০ বছরের বেশি সময় ধরে মার্কিন কংগ্রেসকে এ ধরনের পরিস্থিতিতে পড়তে হয়নি। যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের পর্বের পর স্পিকার নির্বাচনে এমন অচলাবস্থা আর দেখা যায়নি। আগের ১৪ বারের ভোটে তারা তাদের বিরোধিতা অব্যাহত রাখলেও ১৫ দফা ভোটের আগে তাদের সঙ্গে আলোচনায় ব্যাপক ছাড় দিতে রাজি হন ম্যাককার্থি। এরপর তাদের মধ্যে ১৬ জন ম্যাককার্থির প্রতি সমর্থন জানালেও ছয় জন ভোট দেওয়া থেকে বিরত থাকেন। মোট ৪২৮ ভোট পড়ে যার মধ্যে ম্যাককার্থি পান ২১৬ ও জেফরিস পান ২১২ ভোট।

পূর্ববর্তী নিবন্ধমেক্সিকোয় এল চাপোর ছেলেকে গ্রেপ্তারের জেরে নিহত ২৯
পরবর্তী নিবন্ধপৃথক সালে জন্ম নিয়ে ভাইরাল এই যমজ!