মহানগরী কিশোর ফুটবলের ফলাফল

| রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:৩৯ পূর্বাহ্ণ

 

মহানগরী কিশোর ফুটবল লিগে গতকাল শনিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় চট্টগ্রাম শেখ রাসেল ফুটবল একাডেমি ১০ পাহাড়তলী একাদশ ক্রীড়া চক্রকে পরাজিত করে ‘খ’ গ্রুপের রানার্স আপ দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। বিজয়ী দলের পক্ষে খেলার ৩৫ মিনিটের সময় একমাত্র গোলটি করেন মো. আসাদুর রহমান জামান আতাউল। দিনের দ্বিতীয় খেলায় মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি ২০ গোলে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিকে পরাজিত করে। তারা ‘ক’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে। বিজয়ী দলের পক্ষে গোলটি করেন নাঈমুল ইসলাম খেলার ২০ মিনিটের সময় ও দ্বিতীয় গোলটি করেন শিপন খেলার ২৮ মিনিটের সময়। আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমিহালিশহর একাদশ ক্লাব (বেলা ১.১৫ টা), সীতাকুন্ড যুব কিশোর ফুটবল ট্রেনিং একাডেমিমহসিন সাজু ফুটবল একাডেমি (বেলা ২.৩০ টায়)

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় এড. মখলেছুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধদারুণ জয়ে শুরু চ্যাম্পিয়ন আবাহনীর