মধ্যরাতে সাগর থেকে বালু উত্তোলন

এক্সকেভেটর ও ২ ট্রাক জব্দ করল প্রশাসন

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৮:০১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ম্যাজিস্ট্রেটের অভিযানে বন্ধ হয়েছে মধ্যরাতে সমুদ্র থেকে অবৈধভাবে বালু উত্তোলন কাজ। গত শুক্রবার রাত ১২টায় উপজেলার কুমিরা ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকার ওডব্লিউডব্লিউ শিপব্রেকিং ইয়ার্ডের ভেতরে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে জড়িতরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি এক্সকেভেটর ও দুটি ট্রাক জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমের নের্তৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করেন সীতাকুণ্ড থানা পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, একটি অসাধু চক্র রাতের আধারে সমুদ্র থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তা জাহাজ ভাঙার কারখানার ভিতরে স্তূপ করে রাখছেন। পরে

সেখান থেকে এক্সকেভেটরের মাধ্যমে ট্রাক ভর্তি করে ভরাট কাজসহ বিভিন্ন জায়গায় বিক্রি করছে। বিষয়টি গোপন তথ্যের মাধ্যমে জানতে পেরে মধ্যরাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তবে ঘটনাস্থল থেকে বালু ভরাট কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর ও দুটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত চক্রের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসারাদেশ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২৭ জন
পরবর্তী নিবন্ধভাঙন রোধে ফিরিয়ে আনা হবে ‘ডেইল’