চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থাপন করা স্যান্ডর ডায়ালাইসিস সেন্টারে ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে রোগী ও তাদের স্বজনরা। গতকাল দুপুরে ডায়ালাইসিস সেন্টারের সামনে ও হাসপাতাল পরিচালকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখায় তারা।
বিক্ষোভে অংশ নেয়া রোগী–স্বজনরা কিডনি ডায়ালাইসিসে গত বছরের ফি ও সুবিধা বহাল রাখার দাবি জানান। এসব দাবিতে হাসপাতাল পরিচালকের কার্যালয়ে জড়ো হয়ে কয়েক দফায় বিক্ষোভ করতে দেখা যায় তাদের। এ সময় হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের একজন যুগ্মসচিবও পরিচালকের কার্যালয়ে ছিলেন। পরে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান রোগী ও স্বজনদের বুঝাতে চেষ্টা করেন। এক পর্যায়ে তাদের শান্ত করেন।
উল্লেখ্য, স্যান্ডরের ডায়ালাইসিস সেন্টারে হাসপাতালের রোগীদের (আর্থিক অবস্থা বিবেচনায়) কম টাকায় সেবা পাওয়ার সুযোগ রয়েছে। বেসরকারিভাবে প্রতি ডায়ালাইসিস সেশনে গত বছর নিয়মিত ফি ছিল ২৭৯০ টাকা। আর সরকারি ভর্তুকি প্রদত্ত সুবিধায় সেশন প্রতি ৫১০ টাকায় সেবা গ্রহণের সুযোগ পেতেন গরীব ও অসহায় রোগীরা। এর বাইরে মুক্তিযোদ্ধা ও অতি দরিদ্র কিছু রোগী ফ্রিতে এ সুবিধা পেয়ে থাকেন।
যদিও ফ্রি সেশনের সংখ্যা খুবই কম। সারা বছরে সাড়ে ছয়শ সেশন ফ্রির সুবিধা প্রদানের সুযোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের।
তবে সেশন প্রতি নির্ধারিত এ ফি বছরে ৫ শতাংশ হারে বৃদ্ধি পায়। পিপিপি’র (পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ) আওতায় সরকার ও স্যান্ডরের করা চুক্তিতে ফি বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা আছে। সে হিসেবে ভর্তুকি প্রদত্ত সেশন প্রতি ফি গত বছরের ৫১০ টাকার স্থলে এবার ৫৩০ টাকায় দাঁড়িয়েছে। আর বেসরকারি ফি ২৭৯০ টাকার স্থলে দাঁড়িয়েছে ২৯৩০ টাকা।
ফি কমানোর এখতিয়ার হাসপাতাল কর্তৃপক্ষের নেই জানিয়ে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ফি বাড়ানোর বিষয়টি চুক্তিতেই উল্লেখ আছে। আর এ চুক্তি সরকারের সাথে ওই প্রতিষ্ঠানের। চুক্তি অনুযায়ী এ ফি প্রতিবছরই ৫ শতাংশ হারে বাড়ছে। শুধু যে এ বছর বাড়ল তা কিন্তু নয়। আর প্রতিবছর রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু আমাদের কম ফির সেশন নির্ধারিত। যার কারণে আগে কোন রোগী মাসে ৪/৫টি সেশন কম ফি’র সুবিধায় পেতেন, এখন সে সুবিধাও আমাদের কমাতে হচ্ছে। কারণ একজনকে সুবিধা বেশি দিলে আরেকজন বঞ্চিত হচ্ছেন। কিন্তু আমাদের এখানে যারা সেবা নিতে আসেন, তাদের প্রায়ই সবাই কম খরচের সুবিধাটা বেশি চান। এ জায়গায় আমাদের সীমাবদ্ধতা রয়েছে। আমরা সবাইকে ওভাবে কম ফি’র সুবিধাটা দিতে পারছি না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কম ফি’র সুবিধায় যারা ডায়ালাইসিস সেবা পাবেন, তাদের সিডিউল দেয়ার কথা ছিল গতকাল শনিবার। এই সিডিউল নিতেই ডায়ালাইসিসের রোগী ও তাদের স্বজনরা গতকাল হাসপাতাল পরিচালকের কার্যালয়ে আসেন। সেখানে ফি বৃদ্ধির বিষয়টি নজরে আসার পর তারা বিক্ষোভ করেন।
জানতে চাইলে ডায়ালাইসিস সেবাদানকারী প্রতিষ্ঠান স্যান্ডর মেডিকেইডস (প্রা.) লিমিটেডের ম্যানেজার (হিসাব) নাজমুল হাসান বলেন, কোন রোগী কতটা সেশন কোন সুবিধায় পাবেন, সেটির সিডিউল নেয়ার নির্ধারিত সময় ছিল শনিবার। এজন্য সবাই হাসপাতালে জড়ো হয়েছিলেন। রোগী বাড়তে থাকায় অনেকের কম ফি’র সুবিধা কমে গেছে। এছাড়া ফি কিছুটা বেড়েছে। এটি চুক্তি অনুযায়ী প্রতিবছর বাড়ে। এসব নিয়ে রোগীরা কিছু দাবি–দাওয়া জানিয়েছেন। আগের সুবিধা বহাল রাখতে দাবি করেছেন।
উল্লেখ্য, পাবলিক–প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় ঢাকার জাতীয় কিডনি ইনস্টিটিউট ও চমেক হাসপাতালে কিডনি ডায়ালাইসিসে দুটি সেন্টার স্থাপন করে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর মেডিকেইডস (প্রা.) লিমিটেড। এর মধ্যে ঢাকার জাতীয় কিডনি ইনস্টিটিউটে ৫৯টি এবং চমেক হাসপাতালে ৩১টি মেশিনে ডায়ালাইসিস সেবা দেয়া হচ্ছে। চমেক হাসপাতালের পূরণো (মূল) ভবনের নিচ তলায় (ন্যায্য মূল্যের ওষুধের দোকানের পাশে) এই ডায়ালাইসিস সেন্টারটি স্থাপন করা হয়েছে। ২০১৭ সালে এই সেন্টারে ডায়ালাইসিস সেবা কার্যক্রম চালু করা হয়।