পেকুয়ায় সাবেক ইউপি সদস্যের হামলায় এক ব্যবসায়ী আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাঁকুর পাড় স্টেশন এলাকায় আবু তাহেরের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শিলখালী ইউনিয়নের সাবেক এমইউপি নুরুল আলমের নেতৃত্বে তার পুত্র রিয়াদ, আয়াত, আমির হোসেন সহ বেশ কয়েকজন সন্ত্রাসী স্থানীয় ব্যবসায়ী তাহাজ্জুতুল ইসলামের (২৭) ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাহাজ্জুতুল তার পিতার দোকানে বসে ছিলেন।
সূত্র জানায়, সন্ত্রাসীরা দা কিরিচ দিয়ে ওই ব্যবসায়ীকে এলোপাতাড়ি কোপাতে থাকলে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
আহত ব্যবসায়ী তাহাজ্জুতুল ইসলাম ওই এলাকার ব্যবসায়ী আবু তাহেরের ছেলে।
আহত ব্যবসায়ী তাহাজ্জুতের ভাই মামুনুর রশিদ বলেন, “আমার ছোট ভাই সাঁকুর পাড় স্টেশন এলাকায় আমাদের পারিবারিক মালিকানাধীন দোকানের ক্যাশে বসে ছিল। এসময় হঠাৎ তার ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথা ফাটিয়ে দেয়া হয়।”
তিনি বলেন, “স্থানীয় ভূমিদস্যু সাবেক ইউপি সদস্য নুরুল আলম দীর্ঘদিন ধরে আমাদের দোকানঘরটি দখলের হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ আমার ভাইয়ের ওপর হামলা চালানো হলো। হামলাকারী ২০১৩ সালের নাশকতা মামলার চার্জশিটভুক্ত আসামি।”
এ বিষয়ে তারা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য নুরুল আলমের মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “এ বিষয়ে আহত ব্যবসায়ীর বাবা আবু তাহের বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি আমরা তদন্ত করছি। ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”