চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাঙলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ‘পঞ্চম বাঙলা সম্মিলন’ উপলক্ষ্যে আজ শনিবার দিনব্যাপী অনুষ্ঠানমালা বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় অনুষ্ঠিত হবে। চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার সকাল ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বাঙলা সম্মিলনের সভাপতি কবি অভীক ওসমান অনুষ্ঠানকে সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ প্রাণের ক্যাম্পাস বাঙলা বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হবে।
বাঙলা সম্মিলনের অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, শনিবার সকাল ৮টায় বটতলী স্টেশন থেকে ট্রেন যোগে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা, ১০টায় জারুলতলায় রিপোর্ট, ১০-১১টা উপহার, কুপন ইত্যাদি সংগ্রহ ও জমা, বেলা ১১-১২টার মধ্যে উদ্বোধন ও ফটোসেশন, দুপুর ১২টায় র্যালি, সাড়ে ১২টায় সম্মাননা প্রদান, ২টা ৩০ মিনিটে স্মৃতিচারণ, ৫টা-৭টা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা ৭টায় র্যাফেল ড্র।
বাঙলা সম্মিলনে অংশগ্রহণের জন্য নিবন্ধিত হওয়া সতীর্থদের আজ সকাল ৮টার পূর্বে বটতলী রেলওয়ে স্টেশনে উপস্থিত হবার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।