কোয়ালিটি স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন

প্রিমিয়ার ডিভিশন দাবা লীগ

| শনিবার , ৭ জানুয়ারি, ২০২৩ at ৬:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন দাবা লীগে কোয়ালিটি স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষ খেলায় বাকলিয়া একাদশকে ৩-১ পয়েন্টে পরাজিত করে ১৩ ম্যাচ পয়েন্ট ও ২০ গেইম পয়েন্ট অর্জন করে। দাবা লীগের শীর্ষ দল আবেদীন ক্লাব ৭ খেলায় ৪টিতে জয় এবং ৩টিতে ড্র করে ১১ ম্যাচ পয়েন্ট ও ১৯.৫ গেইম পয়েন্ট নিয়ে অপরাজিত ভাবে রানার আপ হয়।

লিটল ব্রাদার্স ৩য় স্থানে, পাঁচলাইশ যুব সংঘ ৪র্থ স্থানে, বাকলিয়া একাদশ ৫ম স্থানে, আগ্রাবাদ কমরেড ৬ষ্ঠ স্থান লাভ করে। পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৭ম ও চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ ৮ম স্থানে থেকে রেলিগেশন হয়েছে। লীগের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

দাবা কমিটির সহ সভাপতি অধ্যাপক আবদুল আলীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তনিমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাবা লীগের স্পন্সর এ কে এম ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদের ও বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য মাহমুদা হক মলি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিজেকেএস এর অতি: সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য অহীদ সিরাজ চৌধুরী স্বপন, হাসান মুরাদ বিপ্লব, দিদারুল আলম, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, রেখা আলম চৌধুরী, রেজিয়া বেগম ছবি, মাহবুব আলম, লোকমান হাকিম, মহসিন জামান পাপ্পু, রাকিবুল উল ইসলাম সাচ্চু, আলী কায়ছার, সৈয়দ আব্দুল আহাদ, আবদুল মালেক, এস এম তারেক, মির্জা আরিফুর রহমান (রনি), মো. ইসহাক, মো. নুরুল আমিন, শারফিন কবির লিসা, জেসমিন আক্তার জেসি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুনিরীয়া যুব তবলীগের গাউছুল আজম কনফারেন্স ৯ জানুয়ারি
পরবর্তী নিবন্ধদেশত্যাগী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে হবে