জাফর আহমদ চৌধুরী কলেজে স্মরণসভা

| শনিবার , ৭ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৪ পূর্বাহ্ণ

উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ চৌধুরীর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার খতমে কোরআন, মিলাদ্‌ মাহফিল, কবর ও প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান, এতিম-মিসকিনদের খাওয়ানো এবং এক স্মরণসভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজিত কান্তি দাশ। প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি হাসিনা জাফর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কলেজ গভর্নিং বডির জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এড. আহমদ সাইফুদ্দীন সিদ্দিকী।

বিশেষ অতিথি ছিলেন বাকশিস চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী ও প্রাক্তন অধ্যক্ষ আবু মোহাম্মদ। শিক্ষকমন্ডলীর পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নিলু মণি শর্মা, মো. হারুনর রশিদ, জালাল আহমদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুন্সি আবদুর রব সৌরভ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবীর মুুক্তিযোদ্ধা ছালেহ আহমেদ চৌধুরী
পরবর্তী নিবন্ধ‘পথ শিশুদের সুরক্ষায় কর্মসূচি গ্রহণ করেছে সার্ক ফাউন্ডেশন’