বিশ্বকাপ জেতার পর এবার ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ভিত্তিক ফেডারেশন (আইএফএফএইচএস) মেসিকে নির্বাচিত করলো ২০২২ সালের সেরা খেলোয়াড় হিসেবে। ১৯৮৮ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে আইএফএফএইচএস। তবে ১৯৯১ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফিফার সঙ্গে যুক্ত ছিল তারা।
কিন্তু ২০২০ সাল থেকে আবার আলাদাভাবে পুরস্কারটি দেওয়ার প্রথা চালু করে সংগঠন। ২০২০ সালের পর ২০২১-এও সেরা খেলোয়াড় নির্বাচিত হন রবের্ত লেভানদোভস্কি। তবে এবার তা উঠল মেসির হাতে।
২৭৫ ভোট নিয়ে পুরস্কার পাওয়ার তালিকায় শীর্ষে ছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে (৩৫ ভোট), করিম বেনজেমা (৩০), লুকা মদ্রিচ (১৫) ও আরলিং হালান্ডকে (৫)।