চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী আলাউদ্দিন তাহেরের নতুন গান ‘ভালোবাসা কি মুখে বলতে হয়’ গানের মোড়ক উম্মোচন করা হয়েছে গতকাল। নগরীর একটি রেস্টুরেন্টে মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজিত রায়, সাংস্কৃতিক কর্মী রুবেল মহাজন এবং আসাদ উজ্জ্বল।
শিল্পী আলাউদ্দিন তাহের ভালোবাসা দিবস উপলক্ষে নতুন এই গানটি রিলিজ করে। ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে গানটি। গানটি এরই মধ্যে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। বেতার এবং টেলিভিশনের নিয়মিত শিল্পী আলাউদ্দিন তাহের দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সময় ধরে সংগীতের সাথে জড়িত। তার বেশ কিছু গান এরই মধ্যে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।
শিল্পী বলেন, মানুষের ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চান তিনি। তার এই দীর্ঘ পথ চলায় তাকে মানুষ যেভাবে গ্রহণ করেছে তার জন্য তিনি তার দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।