ফুটপাত দখল, ৮ ব্যবসায়ীকে জরিমানা

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৬ জানুয়ারি, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

ফুটপাত দখল করে মালামাল রাখায় পটিয়ায় ৮জন ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন। গত বুধবার রাতে পৌর সদরের ক্লাব রোড এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে পৌরসভার নির্মিত ড্রেন ও ফুটপাতের উপর দোকানের মালামাল রেখে মানুষের চলার পথে প্রতিবন্ধকতা তৈরি করে আসছি কতিপয় ব্যবসায়ীরা। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ পেয়ে বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান পরিচালনাকালে তাৎক্ষণিকভাবে ফুটপাতে মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রমাণ পাওয়ায় ৮জনকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন জানান, এ অভিযান অব্যাহত থাকবে। ফুটপাতকে সাধারণ মানুষের চলাচলের জন্য সব সময় উন্মুক্ত রাখতে হবে। যারা এ প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে ভূমিধসের সর্তকীকরণ বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধফতেয়াবাদে দলিল লেখক সমিতির মতবিনিময় সভা