পাহাড় কেটে রাস্তা, বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ জানুয়ারি, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ, খুলশী ও বায়েজিদ লিংক রোড এলাকায় পাহাড় কাটা বিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানকালে বিভিন্ন স্থানে পাহাড় কাটার প্রমাণ পায়। এসময় বায়েজিদের লিংক রোডে পাহাড় কেটে একটি রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ফয়’স লেক সংলগ্ন সালামতুল্লাহ বাই-লেন ও আকবরশাহ থানাধীন লেক সিটি এলাকার পাহাড়গুলোতেও অভিযান চালিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। এর মধ্যে ফয়’স লেক সংলগ্ন সালামততুল্লাহ এলাকায় পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়। অভিযানের খবরে পাহাড় কাটার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আগেই পালিয়ে যায়।

রেকর্ড অনুযায়ী টিলা শ্রেণির উক্ত জায়গাটির মালিক ইয়াসিন উল্লাহ রাশেদ নামের একজন এবং উক্ত জায়গাটির বায়না মূলে মালিক স্বপন কুমার ভট্টাচার্য। পাহাড় কাটার ঘটনায় দুইজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক পরিবেশ আইনে মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা প্রশাসন জানায়, আকবরশাহ এলাকার লেক সিটি এলাকায় ১৭৮ দাগে পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। এই দাগে ৮ দশমিক ৬০ একর জায়গা রয়েছে যেখানে অনেকের মালিকানা রয়েছে। উক্ত জায়গার বিষয়ে উপস্থিত মানুষকে জিজ্ঞাসা করলে কেউ মালিকানা স্বীকার করেনি।

তদন্ত করে মালিকানা চিহ্নিত করা হবে এবং পরিবেশ আইনে মামলা করা হবে। এছাড়া অভিযান পরিচালনা করা হয়েছে বায়েজিদের লিংক রোডেও। অভিযানে পাহাড় কেটে একটি রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়। রাস্তাটি তৈরি করছিল এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধসৈকতে ডিম পাড়লো এক সামুদ্রিক কচ্ছপ
পরবর্তী নিবন্ধ‘নারী টোপ’ দিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় চক্রের ৩ সদস্য গ্রেপ্তার