বাংলাদেশের মেয়ে

সোমা মুৎসুদ্দী | শুক্রবার , ৬ জানুয়ারি, ২০২৩ at ৪:৫৬ পূর্বাহ্ণ

আমাকে খোঁজ না তুমি আর
বহুদিন আমিও খুঁজিনি তোমায়
গতকাল পুরোনো চিঠির ভাজে
আবারও আবিষ্কার করলাম,

অনিরুদ্ধ দেব সেই কোলকাতার
দেবলিনা আমি সুনিপুণ হাতে
ধরে রাখতে পারিনি তোমায়,

বাংলাদেশের মেয়ে আমি
ভাগ্যকেই মেনে নিতে জানি,
দিন যায় হিম হয়ে বেলায় আর অবেলায়।

পূর্ববর্তী নিবন্ধঅপূর্ণতার নীরব শব্দ
পরবর্তী নিবন্ধকোরআন তেলাওয়াতের মর্যাদা ও বিশ্লেষণ (পর্ব-২)