বাঁশখালীতে জমির টপসয়েল কাটার দায়ে একটি স্কেভেটর ও একটি ডাম্পার জব্দ করা হয়েছে।
অপরদিকে, রাস্তায় মালামাল রাখায় জরিমানা আদায় করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে ও রাতে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান পৃথক এ অভিযানগুলো পরিচালনা করেন।
জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বাঁশখালী উপজেলার রামদাস-মুন্সিরহাট ও গুণাগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এই সময় রাস্তা দখল করে দোকান স্থাপন ও দোকানের মালামাল রাস্তার পাশে রেখে যান চলাচলে বিঘ্ন ঘটানোয় ৫টি দোকানকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বৈলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে কৃষি জমি হতে টপ সয়েল কাটার কারণে একটি স্কেভেটর ও একটি ডাম্পার জব্দ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কফিল উদ্দিনের জিম্মায় দেওয়া হয়।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে এবং জমির টপসয়েল কাটলে এবং প্রধান সড়কের উপর মালামাল রাখলে জরিমানা করা হবে বলে জানান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।