সাতকানিয়ায় নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় দুই বেকারিকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ জানুয়ারি, ২০২৩ at ৮:২৯ অপরাহ্ণ

সাতকানিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় অনুমোদনহীন দু’টি বেকারি মালিকের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে সাতকানিয়া পৌর এলাকায় এসব জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী।

উপজেলা প্রশাসন সূত্রমতে, আজ সকালে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে পৌর এলাকার নজির বেকারি ও নিউ নজির বেকারিতে অভিযান চালানো হয়। এসময় অনুমোদনবিহীন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় বেকারি দু’টির মালিকের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও গাড়ির রেজিস্ট্রেশন ও চালকের লাইসেন্স না থাকায় ট্রাক, সিএনজিচালিতে অটোরিকশা ও মোটরসাইকেল চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, বেকারি দু’টির কোনো অনুমোদন নাই। এছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করছিল। এজন্য বেকারির মালিকদেরকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধডিজিটাল নিরাপত্তা মামলায় জামিন পাননি বাবুল
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে জমির টপসয়েল কাটায় স্কেভেটর-ডাম্পার জব্দ