নগরীর খুলশী থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে খুলশী থানার ঝাউতলা রেল লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিমুলের বাড়ি নগরীর আকবরশাহ থানার কৈবল্যধাম আশ্রম এলাকায়।
পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান জানান, বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক যুবককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আনয়নকারীর ভাষ্যমতে, এমপাওয়ারিং নেট নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাজ করতে বৈদ্যুতিক খুঁটিতে উঠেন শিমুল। এসময় তিনি বৈদ্যুতিক শক খেয়ে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হয়।