জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রার-দেশ গড়বো সমাজসেবায়’ প্রতিপাদ্য দিবসকে সামনে রেখে বাঁশখালী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে র্যালি শেষে আলোচনা সভা গতকাল অফিসার্স ক্লাব হলরুমে সমাজসেবা কর্মকর্তা শাকিফ ইশমাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার প্যানেল মেয়র প্রনব কুমার দাশ, দয়াল বাবু, গিয়াস উদ্দিনসহ সমাজসেবা অধিদপ্তরের সেবাভোগী বিভিন্ন প্রতিষ্টানের প্রধানগণ ও কর্মীরা। প্রধান অতিথি বলেন, সরকারের উপজেলা সমাজসেবা অধিদপ্তর এমন একটি কার্যালয় যেখানে অনেক গুরুপ্তপুর্ণ কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে।
মুক্তিযোদ্ধাদের সন্মানি ভাতা, বয়স্কভাতা, পঙ্গু ভাতা থেকে শুরু করে অনেক কর্মকাণ্ড দপ্তর প্রদান করে থাকে।