চট্টগ্রাম বিভাগীয় পর্বে চাঁদপুর চ্যাম্পিয়ন

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট

| বৃহস্পতিবার , ৫ জানুয়ারি, ২০২৩ at ৬:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্বে চাঁদপুর জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা খাগড়াছড়ি জেলা দলকে ৩০ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করে চাঁদপুর জেলা ৪৭.৫ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। জবাবে খাগড়াছড়ি জেলা ৪৫.৪ ওভারে ৮৫ রান তুলে সবাই আউট হয়ে যায়। প্লেয়ার অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের আব্দুল্লাহ আল ফাহিম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবি পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।

এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস ক্রিকেট সম্পাদক আব্দুল হান্নান আকবর, যুগ্ম সম্পাদক জি এম হাসান, বিসিবি ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাউন্সিলর ও সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব।

পূর্ববর্তী নিবন্ধনৌবাহিনীর বার্ষিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে ধন্যবাদ জানালো আর্জেন্টিনা