বছরের শুরুতেই সেলিম আল দীনের ‘স্বর্ণবোয়াল’ মঞ্চে আনতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। বুধ ও বৃহস্পতিবার টানা দুই সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ল্যাবে নাটকটির মঞ্চায়ন হবে। নাটকটির নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষক ইউসুফ হাসান অর্ক।
স্নাতক (সম্মান) ৪র্থ পর্বের পরীক্ষা প্রযোজনা হিসেবে নাটকটি মঞ্চে আসছে বলে জানিয়েছেন নির্দেশক ইউসুফ হাসান। তিনি বলেন, পরীক্ষার অংশ হিসেবেই শিক্ষার্থীরা নাটকটি মঞ্চে আনছে। থিয়েটার ল্যাবে টিকিটের বিনিময়ে সকলের জন্যই প্রদর্শনী উন্মুক্ত। খবর বিডিনিউজের।
আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকার জাতীয় নাট্যশালায় নাটকটির প্রদর্শনী করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, আমাদের প্রযোজনায় বাস্তব-বাস্তবতা, স্বপ্ন-স্বপ্নময়তা আমাদেরকে নিমজ্জিত করেছে জীবন-সায়রের অতল গভীরে। সেখানে গীত, রূপকল্প, ভক্তি, প্রেম এক অভিনব নাট্যকল্পের উদ্ভাসনে আমাদের স্নান করায়।