সুইডিশ গানের দল ‘অ্যাবা’র একটি সুপারহিট অ্যালবাম চার দশকে বিক্রি হয়েছে লাখ লাখ কপি, অথচ সেখান থেকে একটি পয়সাও নেননি এর শিল্পীরা। এর কারণ, ‘চিকিতিতা’ অ্যালবামের কপিরাইট তারা দিয়ে দিয়েছেন ইউনিসেফকে।
অ্যাবার প্রতিষ্ঠাতা সদস্য বিয়র্ন ওলভিউস এক সাক্ষাৎকারে বলেন, গত কয়েক বছরে চিকিতিতার প্রচুর স্ট্রিমিং হয়েছে, প্রচুর রেকর্ডও বিক্রি হয়েছে। আমি খুব খুশি। ‘চিকিতিতা, টেল মি হোয়াটস রং’ গানটি ব্যাপক আলোড়ন তোলে সত্তরের দশকে। এছাড়া অ্যাবার ‘ওয়াটর লু’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘টেইক ইট ইজি’ গানের সঙ্গেও পরিচিত সংগীতপ্রেমীরা। খবর বিডিনিউজের।
‘চিকিতিতা’ ইউনিসেফের শিশু বছরের জন্য লেখা অ্যাবার গান, স্প্যানিশ ভাষায় শব্দটির মানে ছোট্ট মেয়ে। এটাই স্প্যানিশ ভাষার পপ দলটির প্রথম গান। গানটি প্রকাশের পরপরই এর লিরিক-সুরের জাদুতে মোহাচ্ছন্ন হয় লাতিন আমেরিকার মানুষ। বিয়র্ন ওলভিউস জানান, শুরু থেকেই তারা স্পষ্ট করেছেন, গানের রয়্যালটির অর্থ কী কাজে তারা ব্যবহার করতে চান। আমি মনে করি, পৃথিবীতে সবচেয়ে জরুরিভিত্তিতে যে কাজটা করা দরকার, তা হলো মেয়ে আর নারীদের ক্ষমতায়ন। এটা করা সম্ভব হলে বদলে যাবে গোটা বিশ্ব।
কিন্তু দুঃখজনক হলো বিশ্বজুড়ে অনেক সংস্কৃতি আর ধর্ম আছে, যারা মেয়েদের পুরুষদের সমান সুযোগ দেয় না। তাই আমরা প্রথম দিকে ইউনিসেফকে বলেছিলাম, আমাদের উপার্জিত অর্থ আমরা তাদেরই দিতে চাই। গুয়াতেমালার দরিদ্রতম অঞ্চল আল্টা ভেরাপাসের লা টিনটা শহরের একটি হলে আদিবাসী মেয়েদের একটি দল ‘চিকিতিতা’ গানটি মায়া ভাষায় অনুবাদ করে বিভিন্ন পালা পার্বনে গেয়ে থাকে।
অ্যাবার গানের তহবিল ব্যবহার হয় অ্যাসোসিয়েশন অব ফ্রেন্ডস অব ডেভেলপমেন্ট অ্যান্ড পিসের (এডিপি) স্বাস্থ্য এবং মানসিক কর্মশালায়। মেয়েদের স্বাস্থ্যসেবা ও উন্নয়নে কাজ করে গুয়াতেমালার অন্যতম পুরনো এ এনজিও।
মধ্য আমেরিকার এই দেশে প্রজনন স্বাস্থ্য শিক্ষার ব্যাপক ঘাটতি রয়েছে, বিশেষ করে আদিবাসীদের মধ্যে সে সমস্যা প্রকট। আল্টা ভেরাপাস এলাকায় ১৪ বছর বয়সী ৩৪৬ জন কিশোরী মা হয়েছে গত বছর। এছাড়া ১৬ বছর বয়সী কিশোরী মায়ের সংখ্যাও কম নয় ওই অঞ্চলে।