নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। ৩০ বছর বয়সী ওই যুবকের নাম এজাহারুল ইসলাম বলে জানা গেছে।
আজ বুধবার (৪ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।
এজাহারুল ইসলাম, পাথরঘাটা গঙ্গাবাড়ি মোড় এলাকার আব্দুর রহমাননের ছেলে।
পাচঁলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, “পাথরঘাটা এলাকায় একটি ভবনের কাজ করছিলেন এজাহারুল ইসলাম। এসময় বৈদ্যুতিক তার পানির সঙ্গে সংযুক্ত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে আহত অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”