মহানগরী কিশোর ফুটবলে কাজল ও শোভনীয়া একাডেমির জয়

| বুধবার , ৪ জানুয়ারি, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

মহানগরী কিশোর ফুটবল লিগে গতকাল মঙ্গলবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম খেলায় কাজল ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪-২ গোলে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিকে পরাজিত করে।

দিনের দ্বিতীয় খেলায় মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি ১-০ গোলে রামপুর একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন নাজুমল।

পূর্ববর্তী নিবন্ধ২০ বছর পর আত্মসমর্পণ করে কাশেম চেয়ারম্যান কারাগারে
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার বিভাগ দাবা লিগে কোয়ালিটি স্পোর্টস শীর্ষে